Site icon Jamuna Television

চট্টগ্রামে বন্দরে ডুবে গেছে একটি লাইটার জাহাজ

চট্টগ্রামে বন্দরের বহির্নোঙরে সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে ১ হাজার ৭০০ টন গম বোঝাই একটি লাইটার জাহাজ। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।

বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে এসব পণ্য নিয়ে ‘খাজা বাবা ফরিদপুরী’ নামে জাহাজটি নারায়ণগঞ্জ যাচ্ছিল। দুপুরে ভাসানচর এলাকায় জাহাজটি ডুবে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, পানি কম থাকায় জাহাজটি প্রথমে চরে আটকে যায়। পরে পানি বাড়লে সেটি ডুবে যায়। জাহাজের ১৩ জন নাবিকের মধ্যে ১২ জন উদ্ধার হলেও ১ জন এখনও নিখোঁজ।

Exit mobile version