Site icon Jamuna Television

লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন ৪ নারী অফিসার

বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্স শেষে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন চার নারী অফিসার।

বৃহস্পতিবার পদোন্নতি পাওয়া চার নারীকে লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। সেনাবাহিনী সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ওই চার নারী অফিসারকে ব্যাজ পরিয়ে দেন। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সের নারী অফিসারদের লে. কর্নেল পদে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো।’

ওই চার নারী অফিসার হলেন- মেজর সানজিদা হোসেন (আর্টিলারি), মেজর সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), মেজর ফারহানা আফরীন (আর্টিলারি) এবং মেজর সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।

Exit mobile version