Site icon Jamuna Television

কেএসআরএম এর সৌজন্যে ভাটিয়ারি গলফ ক্লাবের মূল গেইট

দেশের ইস্পাত শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কেএসআরএম এর সৌজন্যে নির্মিত হয়েছে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের মূল গেইট।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত গেটটি উদ্বোধন করেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

কর্মকর্তারা জানান, কেএসআরএম ব্যবসার পাশাপাশি নানামূখী সামাজিক, জনকল্যানমূলক কর্মকান্ডে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এ উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ।

এসময় কেএসআরএম এর উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন, পরিচালক (বিক্রয় ও বিপপন) এনামুল হক, সিইও মেহেরুল করিম, জেনারেল ম্যানেজার (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল ইসলাম, কো-অর্ডিনেটর (ব্র্যান্ড) মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার (ব্র্যান্ড) মিজান উল হক।

Exit mobile version