Site icon Jamuna Television

বিএনপিসহ সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান সেতুমন্ত্রীর

বিএনপিসহ সব রাজনৈতিক দলকে উপজেলা ও অন্য নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গাজীপুরে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন শেষে তিনি বলেন, ভোট বয়কট করলে বিএনপি আরও সংকটে পড়বে। এভাবে দলটি নিজেদের সংকুচিত করে ফেলছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, এদেশে মুসলিমলীগও একটা বড় দল ছিল। যা সংকুচিত হয়ে এবং অস্তিত্বটা বিরল প্রজাতির প্রাণির মতো বিলুপ্ত হতে থাকবে। বিএনপিও মুসলিমলীগের পরিণতি দিকে যাচ্ছে কিনা প্রশ্ন রেখে মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন বয়কটের মধ্যদিয়ে তারাতো নিজেদেরকে আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ আত্মঘাতি পথ বেছে নিয়েছে। এটাই মনে হয়। আমি তাদের অনুরোধ করবো নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য, স্থানীয় সরকার নির্বাচন, সামনে উপজেলা নির্বাচন, ঢাকা উত্তর সিটি, উপনির্বাচন আছে।

ভোট বর্জনের সিদ্ধান্তকে সর্বনাশা পথ ও আত্মঘাতি বলে উল্লেখ করে মন্ত্রী বলেন জাতীয় নির্বাচনে পরাজয়ের পর বিএনপি দিশেহারা হয়ে পড়েছে।

Exit mobile version