Site icon Jamuna Television

আইনগতভাবেই মোকাবেলা করবে সরকার

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রাজনৈতিকভাবে নয়, আইনগতভাবেই মোকাবেলা করবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দ্বিমত থাকলেও সরকার আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি বলেছেন, রায়ের অপ্রাসঙ্গিক প্রসঙ্গ এক্সপাঞ্জের উদ্যোগ নেয়া হবে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একজন ব্যক্তির কারণে হয়নি- আদালতের এমন পর্যবেক্ষণে সরকার মর্মাহত। বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন বা খর্ব করা বর্তমান সরকারের কোনো উদ্দেশ্য নয়। বরং বর্তমান সরকারই বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ব্যবস্থা নিয়েছে।

সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থী আখ্যায়িত করা যুক্তি নির্ভর নয়,  বরং আবেগ ও বিদ্বেষ প্রসূত বলে মন্তব্য করেন তিনি। জানান, এ রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রায়ের পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

যমুনা অনলাইন: টিএফ

 

Exit mobile version