Site icon Jamuna Television

শাটডাউন নিরসনে ২১ দিনের সমঝোতায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রে রেকর্ড ৩৫ দিনের সরকারি অচলাবস্থার পর, অবশেষে সাময়িকভাবে শাটডাউন নিরসনে চুক্তিতে পৌঁছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরফলে, ৩ সপ্তাহের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোয় অর্থ-বরাদ্দের বিলে সই করেন প্রেসিডেন্ট।

তবে, চুক্তিতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কোন অর্থছাড়ের শর্ত ছিলো না। সুনির্দ্দিষ্ট সময়ের মধ্যে প্রাচীর নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে, আবারও যুক্তরাষ্ট্র অচলাবস্থার শিকার হবে- এমন হুমকি দেন ট্রাম্প।

এদিকে, বিরোধী দল- ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সীমান্ত সুরক্ষা প্রশ্নে উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর আভাস দেয়া হয়েছে।

গেলো ২২ ডিসেম্বর থেকে, সরকারি বাজেটের অভাবে ৯টি মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান আংশিক অচলাবস্থার মধ্যে পড়ে। যাতে, বেতন ছাড়া কাজ করতে বাধ্য হন ৮ লাখের বেশি সরকারি চাকরিজীবী।

Exit mobile version