Site icon Jamuna Television

টসে জিতে ব্যাটিংয়ে সিলেট

শেষ চারে খেলা নিশ্চিত করতে মরিয়া সিলেট সিক্সার্স। সেই লক্ষ্যে খুলনা টাইটানসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন দলটির অধিনায়ক অলক কাপালি। বোলিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। এ লড়াইয়ে দুই দলেরই একাদশ অপরিবর্তিত আছে।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় কোয়ালিফায়ারের আশা শেষ হয়ে গেছে খুলনার। তবে শেষ চারে খেলার স্বপ্ন আছে সিলেটের। এজন্য এটিসহ আসছে সব ম্যাচেই জিততে হবে তাদের।

সিলেট সিক্সার্স একাদশ:

লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, জেসন রয়, আফিফ হোসেন, নিকোলাস পুরান, নাবিল সামাদ, অলক কাপালি (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোহাম্মদ নওয়াজ, সোহেল তানভীর ও এবাদাত হোসেন।

খুলনা টাইটানস একাদশ:

আল-আমিন, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড উইজ, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান ও শুভাশিস রায়।

Exit mobile version