Site icon Jamuna Television

নবম সংবাদপত্র মজুরিবোর্ড দ্রুত বাস্তবায়ন সম্ভব: কাদের

মালিকপক্ষ ও সাংবাদিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত নবম সংবাদপত্র মজুরিবোর্ড বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত গঠিত মন্ত্রিসভা কমিটির সভাশেষে ব্রিফিং’য়ে এ তথ্য জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন। তবে দুপক্ষের পারস্পারিক সহযোগিতা ও ছাড়ের মানসিকতা থাকতে হবে, নাহলে জটিল এ বিষয়টি বাস্তবায়ন কঠিন হবে।

এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, টেলিভিশন সাংবাদিকদের ওয়েজবোর্ডের বিষয়টি সুপারিশমালায় রয়েছে। পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে। অনলাইম মিডিয়ার জন্য রেজিস্ট্রেশন চালু করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু হলে ভূঁইফোড় অনলাইন বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version