Site icon Jamuna Television

ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝালকাঠিতে ধর্ষণ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় তার গলায় ‘ধর্ষণ করার কারণে আমার এই পরিণতি।’ লিখা একটি চিরকুট ঝোলানো অবস্থায় পাওয়া যায়।

নিহত সজল জোমাদ্দার (২৮) পাশের জেলা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের আলম জোমাদ্দারের ছেলে।

লাশ উদ্ধারের খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, আজ শনিবার বেলা ২টার দিকে বলতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশের গলায় ঝুলানো অবস্থায় ‘আমার নাম সজল…মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করার কারণে আমার এই পরিণতি’।” লিখা একটি চিরকুট পাওয়া যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ভাণ্ডারিয়া থানায় সজলসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি এক মাদ্রাসা ছাত্রীকে মুখ চেপে ধরে নিয়ে পানের বরজে ধর্ষণের অভিযোগ ওঠে নিহত সজলের বিরুদ্ধে।

Exit mobile version