Site icon Jamuna Television

৫৫ রানেই টেন্ডুলকার ও আফ্রিদিকে ছাপিয়ে গেলেন নেপালের রোহিত

সংযুক্ত আরব আমিরাত সফর করছে নেপাল ক্রিকেট দল। শনিবার দুবাইয়ে স্বাগতিকদের সাথে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয় তারা। আর সেই ম্যাচ খেলতে নেমেই এক ঢিলে দুই পাখি মারলেন নেপালের ক্রিকেটার রোহিত পুদেল। বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করার নজির গড়েন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেন ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার ও শহীদ আফ্রিদিকে।

দুবাইয়ে ওই ম্যাচে অভিষেক হয় রোহিতের। ম্যাচ খেলার সময় তার বয়স ছিলো ১৬ বছর ১৪৬ দিন। ম্যাচে রোহিত ৫৮ বলে ৫৫ রান করেন।

এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হাফ সেঞ্চুরি করেছিলেন শচিন টেন্ডুলকার। তিনি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ১৬ বছর ২১৩ দিন বয়সে প্রথম হাফ সেঞ্চুরি করেন।

আর একদিনের ক্রিকেটে পাকিস্তানের শহীদ আফ্রিদি অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেন। ওই ম্যাচ খেলার সময় তার বয়স ছিলো ১৬ বছর ২১৭ দিন।

Exit mobile version