Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের জন্য আগামী ২ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, এ আমন্ত্রণে তারা যাচ্ছেন না বলেই জানিয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের দুই নেতা মোস্তাফা মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। বলেন, ঐক্যফ্রন্ট নেতাদের শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দল ও জোটের নেতাদের দেওয়া হয়েছে এ আমন্ত্রণ। আমন্ত্রণ পেয়েছেন বাম জোটের নেতারাও।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরে। ঐক্যফ্রন্ট সূত্র বলছে, ড. কামাল দেশে ফেরার পরই প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version