Site icon Jamuna Television

ব্রাজিলে বাঁধ ধস: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে

ব্রাজিলে বাঁধ ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, ক্ষীণ হয়ে আসছে নিখোঁজ প্রায় ৩০০ মানুষকে উদ্ধারের সম্ভাবনা।

ব্রাজিলের সবচেয়ে বড় খনি প্রতিষ্ঠান ‘ভালে’র মালিকানাধীন লোহার খনির বর্জ্য আটকে রাখার জন্যেই ব্যবহৃত হতো বাঁধটি। কিন্তু শুক্রবার স্থানীয় সময় দুপুরে হঠাৎই হয় দুর্ঘটনা। বাঁধ ভেঙে আশপাশের জনপদে ছড়িয়ে পড়েছে কয়েক কোটি টন কাঁদামাটি। চাপা পড়েছে বহু ঘরবাড়ি।

এসময়, খনির ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিলেন বহু শ্রমিক। অর্ধ-শতাধিক মানুষকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের সন্ধানে চলছে তল্লাশি। ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্জ্যে অপসারণে ভারী যন্ত্রপাতি ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকাজ ও দুর্ঘটনা মোকাবেলার জন্য ১৬শ’ কোটি ডলার অর্থ-বরাদ্দ রেখেছে খনি প্রতিষ্ঠান ‘ভালে’।

Exit mobile version