Site icon Jamuna Television

বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু

শুরু হয়েছে ইজতেমার প্রস্তুতি। গত ডিসেম্বরে মাঠের অধিকাংশ কাজ শেষ হয়েছে। পুরোদমে কাজ শুরু হবে কাল থেকে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলছে প্রস্ততি। দুই ভাগে বিভক্ত হয়ে পড়া বাংলাদেশের তাবলিগ জামাতের দ্বন্দ্বের অবসানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসুল্লিরা।

ইজতেমাকে কেন্দ্র করে লাখ লাখ মুসল্লির সমাগম ঘটবে তুরাগ তীরে। তাই তাদের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগের অনুসারীরা এসব কাজ করছেন স্বেচ্ছায়। ইজতেমার সার্বিক প্রস্তিতি নিয়ে কাকরাইল মসজিদে পরামর্শ সভা হয়েছে জানিয়ে তারা বলেন, সোমবার থেকে পুরোদমে চলবে প্রস্তুতির কাজ।

ইজতেমার নিরাপত্তার বিষয়ট নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সব ব্যবস্থা নিচ্ছেন তারা।

Exit mobile version