Site icon Jamuna Television

ইংল্যান্ডকে ৩৮১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৩৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ। ক্যারিবিয়ানদের দেয়া ৬২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোস্টন চেজের ৮ উইকেট শিকারে ২৪৬ রানে থামে ইংলিশরা।

বারবাডোজের রাজধানি ব্রিজটাউনে, বিনা উইকেটে ৫৬ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে ইংল্যান্ড। কিটন জেনিংসকে আউট করে ওপেনিং জুটি ভাঙ্গেন আলজেরি জোসেফ। রোরি বার্নস ৮৪ রানে রোস্টন চেইজ আর আর জনি বেয়ারস্টো গ্যাব্রিয়েলের পেসে কাটা পড়লে ১৪৩ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর শুরু রোস্টন চেজের স্পিন ভেল্কি। বেন স্টোক, বাটলারসহ পরের সাত ব্যাটসম্যানকে চেজ অফ স্পিনে পরাস্থ করলে ২৪৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে অলআউট হয় ইংলিশরা। আর উইন্ডিজরা দুই ইনিংস করে ২৮৯ ও ৬ উইকেটে ৪১৫।

Exit mobile version