Site icon Jamuna Television

দেড় বছরের মধ্যে আফগানিস্তান ছাড়বে বিদেশি সেনা

আফগানিস্তানে শান্তি ফেরাতে আগামী দেড় বছরের মধ্যে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহরে তালেবানের প্রস্তাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে এ দাবি করে স্বশস্ত্র সংগঠনটির শীর্ষ নেতারা।

তালেবানের দাবি, মার্কিন প্রতিনিধিদের সাথে কাতারে অনুষ্ঠিত ৬ দিনব্যাপি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় চুক্তি হয় কাবুল থেকে বিদেশি সেনা প্রত্যাহার হলেই বন্ধ হবে হামলা। তবে তালেবানের এমন দাবি নাকোচ করেছে যুক্তরাষ্ট্র।

পরিসংখ্যান বলছে, গেলো ৫ বছরে দেশটিতে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে কমপক্ষে ৪৫ হাজার নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০১৭ সালেই দেশটিতে বিচ্ছিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক।

Exit mobile version