Site icon Jamuna Television

চীনে কানাডিয়ান রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ট্রুডো

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের মামলা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় বেইজিংয়ে নিযুক্ত কানাডা রাষ্ট্রদূত জন ম্যাকলামকে বরখাস্ত করেছেন যাস্টিন ট্রুডো।

শনিবার এক বিবৃতিতে ম্যাকলামকে দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ দেন তিনি। তবে হুয়াওয়ে ইস্যুতে নির্দষ্ট কি বিষয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কানাডার। গত ডিসেম্বরে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অনুরোধে অটোয়া থেকে আটক করা হয় প্রতিষ্ঠানটির সিএফও মেং ওয়ান ঝৌকে। যদিও চাপের মুখে আটকের ১০দিন পর জামিন দেয়া হয় হুয়াওয়ের এ শীর্ষ কর্মকর্তাকে।

গত সপ্তাহে বেইজিংয়ে কানাডিয়ান রাষ্ট্রদূত জন ম্যাকলাম বলেছিলেন, মেং’কে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর অনুরোধ থেকে ওয়াশিংটন সরে এলে তা কানাডার জন্য খুবই ভালো হয়। ট্রুডো সরকার মনে করছে, তার রাষ্ট্রদূতের এমন বক্তব্য চীনকে আরো উস্কে দিতে পারে।

Exit mobile version