Site icon Jamuna Television

জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সংবাদ সম্মেলন

নরসিংদীতে বাড়িতে হামলা প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধার পরিবার। মাদক ব্যবসায় বাধা দেয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

দুপুরে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আলী আকবরের ছেলে ব্যবসায়ী রানা আকবর জানান, সম্প্রতি র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় মাদক ব্যবসায়ী ইমান আলী। তার সহযোগীরা কিছুদিন পলাতক থাকার পর আবার এলাকায় ফিরে আসে। হত্যাসহ একাধিক মামলার আসামি খান আলামিনের নেতৃত্বে কাউরিয়া মহল্লায় আবারও শুরু করে মাদক ব্যবসা। বাধা দেয়ায় গত ২৩ জানুয়ারি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা আলী আকবরের বাড়িতে হামলা চালায়। এঘটনায় মামলা হলেও আসামিরা এখনও গ্রেফতার হয়নি। প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা ক্রমাগত নানা হুমকি দিচ্ছে বলে অভিযোগ পরিবারটির।

Exit mobile version