Site icon Jamuna Television

নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়: আইজিপি

অন্যায়কারীদের দমন করার পাশাপাশি নিরাপরাধ মানুষ হয়রানি বন্ধে পুলিশ সদস্যদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম উপ-পরিদর্শকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। কোন নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুলিশ সদস্যদের নির্মোহভাবে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন তিনি।

Exit mobile version