Site icon Jamuna Television

বাণিজ্য বৃদ্ধিতে চিলাহাটি স্থলবন্দর চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতের সাথে বাণিজ্য বৃদ্ধিতে চিলাহাটি স্থলবন্দর চালু করা হবে। এজন্য ভারতের সাথে আলোচনা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

বিকালে সচিবালয়ে, ভারতের ঢাকাস্থ ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আর্দশ সোয়াইকার সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ভারতের বাজারে বাংলাদেশের রফতানি আয় বাড়ছে বলে জানান ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার। আগামী মার্চের মধ্যে সুন্দরবনসহ দুই দেশের মধ্যে নৌপথে যাত্রী পরিবহন চালু হবে বলেও জানান তিনি।

ভারতীয় ভিসায় এয়ারপোর্টসহ যেকোন স্থল বন্দর দিয়ে যাতায়াতের সুবিধা বাড়ানোর আহবান জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী। তিনি বলেন, ভারতের বাজারের বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে, রফতানিও বাড়ছে। সীমান্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নে আরও ৬টি সীমান্ত হাট চালু করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Exit mobile version