Site icon Jamuna Television

নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদফতরের সামনে বিক্ষোভ

নিয়োগের দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘটসহ বিক্ষোভ করেছেন নিয়োগ প্রত্যাশীরা। তাদের অভিযোগ আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশের পরও তাদের নিয়োগপত্র দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর।

সকাল নয়টার পর ৯১১ জনকে নিয়োগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন নিয়োগ প্রত্যাশীরা। এই নিয়োগের বিষয়ে ২০১৩ সালে আদালতে একটি রিট দায়ের করা হয়েছিলো। ২০১৫ সালে উচ্চ আদালত ৬০ কর্মদিবসের মধ্যে নিয়োগের নির্দেশনা দেন। এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও নিয়োগদানের জন্য তিনবার নির্দেশনা আসলেও নিয়োগ নিয়ে অধিদপ্তর সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

Exit mobile version