Site icon Jamuna Television

টেকনাফে গুলিবিদ্ধ ২ যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিনগত রাত তিনটার দিকে উপজেলার হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা উপজেলার মিনাবাজার এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২৫) ও সফর আলীর ছেলে মোহাম্মদ রফিক (৩০)।

পুলিশের দাবি, নিহত দুজন ডাকাত দলের সদস্য ও ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম দোহা বলেন, হোয়াইক্যং নয়াপাড়া এলাকার টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর দুই দল ডাকাত অবস্থান করছে—এমন খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। লাশের পাশে দুটি অস্ত্র ও চারটি গুলি ছিল বলে জানান তিনি।

দোহা বলেন, নিহত দুজন ডাকাত দলের সদস্য ও ইয়াবা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, দুই দলের মধ্যে ‘গোলাগুলিতে’ এ ঘটনা ঘটেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Exit mobile version