Site icon Jamuna Television

বাংলা একাডেমি পুরস্কার পেলেন চারজন

চলতি বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কাজী রোজী, আফসান চৌধী, মোহিত কামাল ও সৈয়দ মোহাম্মদ শাহেদ। সোমবার বিকালে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে গবেষক ও কলামিস্ট আফসান চৌধুরী এবং প্রবন্ধ ও গবেষণায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর ১০টি ক্যাটাগরিতে ১২ জন এই পুরস্কার পেয়েছিলেন। এবারও ১০ বিভাগে মনোনয়ন চাওয়া হয়।

Exit mobile version