Site icon Jamuna Television

সাভারে চলন্ত বাসে ডাকাতি, আটক ১

সাভারে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় শিশুসহ ১০ জন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে। সোমবার রাত সাড়ে ১০টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাবতলী থেকে কুড়িগ্রামগামী বাস আশুলিয়া বাইপাইলে পৌছালে যাত্রী বেশে উঠে একদল ডাকাত। বন্দুক দেখিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। এসময় যাত্রীরা চিৎকার করলে এগিয়ে আসে স্থানীয়রা। কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। পালিয়েছে বাসের চালক আর দুই হেলপারও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

Exit mobile version