Site icon Jamuna Television

বেপরোয়া ট্রাক নদীতে, ৪ জনের লাশ উদ্ধার

রাজধানীর অদূরে আশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে একটি ইটবোঝাই ট্রাক সড়ক থেকে ছিটকে তুরাগ নদীতে তলিয়ে গেছে। এই ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় আসছিলো। পথে মরাগাঙ্গ এলাকার ব্রিজে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায় ট্রাকটি। শুরুতেই আহত একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version