Site icon Jamuna Television

ফেনীতে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি, নিহত ১

মুহাম্মদ আরিফুর রহমান, ফেনী
ফেনীতে দুই দল ডাকাতের অভ্যন্তরীণ দ্বন্দ্বে মো. বাবুল প্রকাশ নামে একজন নিহত হয়েছে। পুলিশ জানায় নিহত ব্যক্তির বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে। বাবুল ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের মৃধাবাড়ির আবদুল মান্নানের ছেলে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বাবুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে ফেনী সদর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হতে পারে।

Exit mobile version