Site icon Jamuna Television

রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র হত্যাকান্ডের রায়ে স্ত্রী স্নিগ্ধা সরকারের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিজামুল হক চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন।

২০১৮ সালের ২১ অক্টোবর মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেয় আদালত। ওই মাসের ৩০ তারিখ থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়। আলোচিত এই মামলার তিন আসামির মধ্যে স্ত্রী স্নিগ্ধা সরকার ছাড়া অপর দুই আসামি মিলন মহন্ত ও কামরুল মাস্টারের মৃত্যু হয়েছে।

গেল বছরের ৩ এপ্রিল গভীর রাতে তাজহাট মোল্লাপাড়ার একটি নির্মাণাধীন বাড়ির মেঝে খুড়ে রথীশ চন্দ্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version