Site icon Jamuna Television

‘নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে’

একাদশ জাতীয় নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। এমন দাবি করেছে গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান কল রেডি। দুই হাজার ১১২ জনের অংশগ্রহণে চালানো টেলিফোন জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন কেমন হলো’ শীর্ষক গবেষণা জরিপ উপাস্থাপন করা হয়। এতে দুই হাজার ১১২ জন মোবাইল ব্যবহারকারীর মধ্যে ১৪৭৬ জন ভোটার মতামত প্রদান করেন। তাদের মধ্যে এক হাজার ১৭৪ জন সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এক হাজার ৩৬৪ জন ভোটার মনে করেন নির্বাচন সম্পূর্ণ বা মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। প্রায় ৯৮ শতাংশ ভোটার সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদি বলেও জানান জরিপকারীরা।

এসময় প্রতিষ্ঠানটি টিআইবির নির্বাচনী জরিপ পদ্ধতি সঠিক ছিলো না বলে দাবি করে। বলা হয়, নির্বাচনের আগের রাতে ভোট দেয়া হয়েছে এমন অভিযোগ কেউ করেনি।

Exit mobile version