Site icon Jamuna Television

মোদির বিদ্রুপাত্মক ছবি প্রচার করায় গ্রেফতার তামিলনাড়ুর নেতা

ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদ্রুপাত্মক ছবি প্রচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তামিলনাড়ুর এক নেতাকে।

সত্যরাজ বালু নামে ওই রাজনীতিবিদ তামিলনাড়ুর এমডিএমকে দলের নেতা। নরেন্দ্র মোদির তামিলনাড়ু সফরের আগের দিন তিনি ফেসবুকে একটি বিদ্রুপাত্মক ছবি প্রচার করেন। যেখানে নরেন্দ্র মোদিকে ভিক্ষার থালা হাতে দেখা যায়। এ ঘটনার পরপরই বালুর বিরুদ্ধে শান্তি বিঘ্নিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনা হয়।

উগ্র হিন্দুত্ববাদের অনুসারী বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ধরপাকড় অব্যাহত রেখেছে বিরোধী মতের ওপর। ক্ষমতাসীনদের সমালোচনা করায় গ্রেফতার করা হয় গণমাধ্যমকর্মী কিশোর চন্দ্র এবং কংগ্রেস নেত্রী দিব্য স্পন্দনাকে।

Exit mobile version