Site icon Jamuna Television

দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদনে তথ্য-বিভ্রাট রয়েছে: দুদক চেয়ারম্যান

দুর্নীতির ধারণা সূচকে দেশের অবনতি হয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই-এর প্রতিবেদনে দেয়া তথ্যে- বিভ্রাট রয়েছে; এমন দাবি করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এই ধরনের রিপোর্ট কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

দুপুরে সেগুনবাগিচায় সাংবাদিকদের দুদক চেয়ারম্যান আরো বলেন, টিআইবির উচিত সংখ্যা উপাত্ত দিয়ে প্রতিবেদন দেয়া। দুনীর্তি কেন কমেনি, এবং কেন বেড়েছে তা সঠিকভাবে উপস্থাপন করা। দুদক একেবারেই স্বাধীন, তাদের কাজে বাধা দেয়া হয় না বলেও দাবি করেন ইকবাল মাহমুদ।

তিনি বলেন, রাঘব বোয়ালরা বিদেশে বসে থাকেন, তাই তাদের ধরা যাচ্ছে না। তবে, দুদক তাদের বিরুদ্ধে মামলা করছে, এটাও বড় একটা পদক্ষেপ। অর্থপাচার বিশ্বব্যাপি সমস্যা উল্লেখ করে দুদক চেয়ারম্যান, জনগণকে সচেতন করে দুর্নীতি কমাতে পারবে দুদক।

Exit mobile version