Site icon Jamuna Television

কাল মানববন্ধন, ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা বিএনপির

সংসদ অধিবেশন শুরুর প্রতিবাদে আগামীকাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ৮ ফেব্রুয়ারি খালোদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এসময় তিনি একাদশ সংসদকে ভুয়াভোটের কালিমালিপ্ত সংসদ মন্তব্য করে ইতিহাসের ম্যান্ডেটবিহীন ক্ষমতালোভীদের সম্মিলন হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করেন। সরকারের জয়োল্লাসের প্রকোপে চারিদিকে দলের নেতাকর্মীদের উপর কয়েকগুণ অত্যাচার নির্যাতন বাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন দলের এই নেতা।

Exit mobile version