Site icon Jamuna Television

হাঙ্গেরিতে রাবেয়া রোকাইয়ার প্রথম অস্ত্রোপচার

হাঙ্গেরিতে রাবেয়া-রোকাইয়ার প্রথম অস্ত্রোপচার হয়েছে। ২৫ জানুয়ারি অস্ত্রোপচারের পর তারা ভালো আছে।

জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়াকে ৫ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরিতে নেয়া হয়।

তাদের সঙ্গে তার মা, বাবা, বোন ও একজন ডাক্তার গেছেন। মঙ্গলবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন যুগান্তরকে জানান, প্রথম অস্ত্রোপচারে শিশু দুটির মাথায় টিস্যু ঢোকানো হয়েছে। তারা ভালো আছে।

শিশুদের সঙ্গে থাকা চিকিৎসকের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি।

Exit mobile version