Site icon Jamuna Television

১০ বছর পর পর সংসদ নির্বাচনের প্রস্তাব আওয়ামী লীগ নেতার

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ১০ বছর পর পর করার জন্য প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ প্রস্তাব করেছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে সবার মন্তব্যও কামনা করেছেন ড. সিদ্দিকুর।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন খুবই ব্যয়বহুল। এ ছাড়া এর মাধ্যমে অসাবধানতাবশত জীবনহানি ঘটে। গত নির্বাচনেও ১৪ জন মৃত্যুবরণ করেছেন।

এ ব্যাপারে একটি বিকল্প চিন্তা করা যায় কিনা, যাতে করে অর্থ সাশ্রয় হবে এবং অমূল্য জীবন রক্ষা পাবে।

গত ২০ বছর জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের বেশিরভাগই দুইয়ের অধিকবার নির্বাচিত হয়েছেন।

Exit mobile version