Site icon Jamuna Television

এমপিপুত্র রনির যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার সাবেক এমপি’র ছেলে বখতিয়ার আলম রনির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম এই রায় দেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল ইস্কাটনে একটি প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি ছোড়া গুলিতে অটোরিকশা চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আব্দুল হাকিম নিহত হন। ঘটনায় হাকিমের মা হত্যা মামলা দায়ের করেন। ঐ বছরের ৩০ মে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি পিনু খানের ছেলে রনিকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের ৬ মার্চ শুরু হয় আনুষ্ঠানিক বিচার। ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেয়া হয়। ঘটনার সময় নেশাগ্রস্থ রনির মানসিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড দেয়া হয়নি বলে জানিয়েছেন বিচারক।

Exit mobile version