Site icon Jamuna Television

নির্বাচনে ইভিএম ব্যবহারে কিছু ত্রুটি ছিল: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কিছু ত্রুটি ছিল জানিয়ে সেগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। পাশাপাশি উপজেলাসহ সামনের নির্বাচনে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সকালে রাজধানীর নির্বাচন ভবনে উপজেলা নির্বাচনে ইভিএম প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, মার্চ থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনে শহরাঞ্চলে ইভিএম ব্যবহার করা হবে। সেখানকার ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা দেয়ার আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, উপজেলায় যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের সবাই সংসদ নির্বাচন করে অভিজ্ঞ। তাই সব ত্রুটি এড়িয়ে চলতে সবাইকে সর্তকভাবে কাজ করতে হবে।

Exit mobile version