Site icon Jamuna Television

ডিএনসিসি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শিল্পী শাফিন আহমেদ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ড শিল্পী মোহাম্মদ শাফিন আহমেদ। আজ বুধবার পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদ এর মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন।

ইতোমধ্যেই জাতীয় পার্টি থেকে শাফিন আমহমেদ- এর চুড়ান্ত মনোনয়ন পত্র এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়েছে।

উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

Exit mobile version