Site icon Jamuna Television

গঠনমুলক সমালোচনায় বাধা দেবো না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের গঠনমূলক সমালোচনা বাধা দেবে না সরকারি দল। আজ বিকালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সকলকে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোন বাধা সৃষ্টি করবো না।

জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের স্ব স্ব দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিরীন শারমিন চৌধুরী ও রাব্বি মিয়া পুনরায় স্পীকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান তিনি। এছাড়া সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচানায় সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আত্মার মাগফিরাত কামনা করেন।

Exit mobile version