Site icon Jamuna Television

চবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ সৌরভকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার নগরীর বায়েজিদ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

তাকে আজই আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গত রাতে পাঁচলাইশ এলাকা থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক সৌরভকে আটক করা হয়।

কর্মকর্তারা জানান, বুধবার একই অভিযোগ আটক ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল কবিরের দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় সৌরভকে। চক্রটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির সাথে জাড়িত বলেও জানায় পুলিশ। এই ঘটনায় আটক ভর্তি পরীক্ষার্থী কাজী মোহাম্মদ রাফিউজ্জামানকে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

Exit mobile version