Site icon Jamuna Television

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র আজ

আজ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হবে। এটি প্রাইজবন্ডের ৯৪তম ড্র। এ ড্র অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ৬ লাখ টাকা।

দ্বিতীয় পুরস্কার হচ্ছে ৩ লাখ ২৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দেয়া হবে দুইজনকে। তৃতীয় পুরস্কার হচ্ছে এক লাখ টাকা।

পুরস্কারে আরও থাকছে ৫০ হাজার টাকা মূল্যমানের ২টি এবং ১০ হাজার টাকার মূল্যমানের ৪০টিসহ ৪৬টি পুরস্কার। ১ ফেব্রুয়ারি জাতীয় পত্রিকায় ড্রর ফল প্রকাশ হবে।

Exit mobile version