Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, যানবাহন ভাঙচুর

ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় সহকর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় কয়েকটি যানবাহনও ভাঙচুর করে তারা। আজ সকালে এ বিক্ষোভ করেন তারা।

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় আহত কৃষ্ণচুড়া ফ্যাশন পোশাক কারখানার শ্রমিক মালা সকালে মারা যায়। এর প্রতিবাদে কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকরা। একপর্যায়ে রাস্তায় নেমে আসে তারা। অবরোধ করে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক। এসময় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Exit mobile version