Site icon Jamuna Television

‘নিরপেক্ষ সরকার না হলে আবারও ৫ জানুয়ারি আসবে’

আবারও নিরপেক্ষ সরকারের অধীনে ও সেনা মোতায়েনের মাধ্যমে নির্বাচন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংসদ ভেঙে না দিয়ে ভোট হলে ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের ফখরুল আরও বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য হবে না। সংকট নিরসনে নির্বাচন কমিশনকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তিনি। শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন যুবদলের নেতকর্মীরা।

Exit mobile version