Site icon Jamuna Television

সংসদে সরকারি ও বিরোধী দলকে সমান সুযোগ দেয়া হবে: স্পিকার

সংসদে সরকারি ও বিরোধী দলকে সমান সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।

বেলা ১২ টার দিকে স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমীন চৌধুরী। এরপর ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ নূর ই আলম চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার বলেন, সংসদে সরকারি, বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের সমান সুযোগ নিশ্চিত করা হবে। একাদশ সংসদ কার্যকরি হবে বলেও আশা প্রকাশ করেন স্পিকার।

বুধবার একাদশ জাতীয় সংসদের অধিবেশনে তৃতীয়বারের মতো স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিরীন শারমিন।

Exit mobile version