Site icon Jamuna Television

নির্বাচনে কারচুপির প্রতিবাদে ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে অভিযোগ করে তার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বৃস্পতিবার বিকালে ঐক্যফ্রন্টে মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

এর অংশ হিসেবে আগামী ৬ ফেব্রুয়ারি দেশব্যাপী কালো ব্যাজ ধারণ করবে ঐক্যফ্রন্ট। এছাড়া ২৪ ফেব্রুয়ারি গণশুনানির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এদিকে ব্রিফিংয়ে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হওয়া গণফোরামের দুই সদস্য এমপি হিসেবে শপথ নেবেন না।

Exit mobile version