Site icon Jamuna Television

ওয়াশিংটন চায় সামরিক সহায়তা বাড়াতে, ঢাকা চায় বঙ্গবন্ধুর খুনিকে

বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রীর কাছে ওয়াশিংটনের আগ্রহের কথা জানিয়েছেন নতুন রাষ্ট্রদূত রবার্ট মিলার। জবাবে এ ব্যাপারে প্রাথমিক সম্মতি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী। সেই সাথে যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছে ঢাকা। বিষয়টি নিয়ে ওয়াশিংটনে আলোচনার আশ্বাসও মিলেছে মার্কিন দূতের কাছ থেকে।

রবার্ট আর্ল মিলার। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। নতুন পররাষ্ট্র মন্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ। সৌজন্য বলা হলেও আলোচনা চলে একঘন্টারও বেশি। পররাষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে প্রথম বৈঠকে বাদ যায়নি গেল ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন প্রসঙ্গও।

মার্কিন দূত আর্ল রবার্ট মিলার বলেন, সুশাসন, গণতন্ত্র, উন্নয়ন ও সামরিক সহায়তা নিয়ে কথা বলেছি। সব বিষয়েই দ্বিপাক্ষিক সম্পর্কে যোগাযোগ বাড়াতে চাই আমরা।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। জানান, ওয়াশিংটন চায় সামরিক সহায়তা বাড়াতে। আর ঢাকা চায় বঙ্গবন্ধুর পলাতক খুনীকে ফেরত পেতে।

পরে ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রী। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বড় বিনিয়োগ প্রস্তাব নিয়ে শক্তিশালী প্রতিনিধি দল ঢাকা আসছে বলে জানান ডক্টর মোমেন।

Exit mobile version