Site icon Jamuna Television

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছে।
বঙ্গবন্ধু সেত পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হাতিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম বলতে পারেনি।

ওসি মোশাররফ বলেন, একজন লোক অটোরিকশায় করে হাতিয়া বাজার থেকে মালপত্র নিয়ে যাচ্ছিলেন। অরক্ষিত লেভেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে আসা ঢাকামুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। ঘটনা স্থলেই দুইজন নিহত হয়।

Exit mobile version