Site icon Jamuna Television

ফেসবুকে পরিচয়ে বিয়ে, ফেসবুক আসক্তিতেই স্ত্রীকে খুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় তারপর প্রেম শেষে বিয়ে। সেই ফেসুবকই কেড়ে নিল জীবন। স্ত্রী সারাক্ষণ ফেসবুক, ইনস্টাগ্রামে মশগুল থাকায় খুন করলেন স্বামী। সঙ্গে ছোট শিশুটিকেও শ্বাসরোধে হত্যা করেছেন।

ভারতের বেঙ্গালুরুর রামনগর জেলার বিদাদি শহরে গত ২০ জানুয়ারি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি সবার নজরে এসেছে।

রামনগর জেলা পুলিশ জানিয়েছে, গুদামকর্মী এসকে রাজুর সঙ্গে ফেসবুকে আলাপ ২৫ বছরের সুষমার। তিন মাস আগে ফুটফুটে ছেলের জন্ম দেন সুষমা।

২৬ জানুয়ারি মদনায়েকানাহাল্লি থানায় অভিযোগ দায়ের হলে তার ভিত্তিতেই রাজুকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে পুলিশকে রাজু বলেছেন, স্ত্রীর আচরণে অতিষ্ঠ হয়ে ২০ জানুয়ারি সন্ধ্যায় বেড়ানোর কথা বলে স্ত্রী-পুত্রকে নিয়ে বের হন। মোটরসাইকেলে চড়ে হেজ্জাল-মুট্টুরায়ানপুর রোড সংলগ্ন কুম্বলগড়ু জঙ্গল এলাকায় হাজির হন তিনি।

সেখানে পৌঁছে প্রথমে পাথর দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করেন। এ ঘটনার প্রমাণ মুছতে পেট্রল ঢেলে লাশ জ্বালিয়ে দেন। এর পর গলা টিপে শিশু ছেলেকে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে দেন তিনি।

পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়ার প্রতি সুষমার আসক্তি সুষমাকে সন্দেহ করতে শুরু করে রাজু। অন্য কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে অভিযোগও তোলে। এরপরই তাকে খুন করে রাজু।

Exit mobile version