Site icon Jamuna Television

‘তাদের চেতনা নিয়ে সন্দেহ আছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আবদানে যারা বিশ্বাস করেনা তাদের চেতনা নিয়ে সন্দেহ আছে।

বৃহস্পতিবার গণভবনে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে সরকার। ফলে সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে সবাই।

সংখ্যালঘু মনে করে নিজেরাই যেনো নিজেদের খাটো না করেন সেই আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশে এক ধর্মের উৎসবে অন্য ধর্মের মানুষের উপস্থিতিতে একটা অন্যরকম আনন্দ আছে।

/কিউএস

Exit mobile version