Site icon Jamuna Television

৫ মাস ধরে প্রশান্ত মহাসাগরে দিকভ্রান্ত ২ নারী নাবিক উদ্ধার

৫ মাস ধরে প্রশান্ত মহাসাগরে দিকভ্রান্ত থাকার পর উদ্ধার হলেন দুই নারী নাবিক। বৃহস্পতিবার নাবিকদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে মার্কিন নেভি।জেনিফার অ্যাপেল এবং তাশা ফুয়াইবা নামের দুই মার্কিন নাবিক গেল জুনে হাওয়াই থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের তাহিতির উদ্দেশ্যে যাত্রা করেন। পরে নৌকার ইঞ্চিন বিকল হলে সাগরে দিকভ্রান্ত হয়ে পড়েন নাবিকরা। ৫ মাস পর মঙ্গলবার জাপান থেকে ৯শ ‘ মাইল দক্ষিণে নৌকাটির অবস্থান চিহ্ণিত করে তাইওয়ানের একটি মাছ ধরার নৌকা। পরে মার্কিন টহল জাহাজ ইউএসএস অ্যাশল্যান্ড তাদের উদ্ধার করে। উদ্ধারের পর নাবিকরা জানান নৌকায় থাকা ওটমিল, পাস্তা খেয়েই বেঁচে ছিলেন তারা।

Exit mobile version