Site icon Jamuna Television

বিএনপি সংসদ বর্জন করলে আরও বড় ভুল করবে: ওবায়দুল কাদের

বিএনপি যদি সংসদ বর্জন করে তাহলে তারা আরও বড় ভুল করবে। দেশের মত বিদেশের বন্ধুদের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি অগণতান্ত্রিক মানসিকতা দেখায় তাহলে গণতন্ত্র ও তাদের জন্য অস্তিত্ব সংকটের হবে। তাদের ৮ জন সংসদ সদস্য যদি সংসদে জোরালো ভাষায় যুক্তিতর্ক দিয়ে কথা বলে, তাহলে সংসদের ভেতরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী। সেখানে না যাওয়া নেতিবাচক রাজনীতির বর্হিপ্রকাশ। ডাকসু প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র সংগঠনগুলোর প্রতি অনুরোধ তারা যেন বাধা তৈরি না করে ভোটে অংশ নেয়।

Exit mobile version