Site icon Jamuna Television

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার কারামুক্তি কঠিন: খন্দকার মাহবুব হোসেন

আইনি প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি কঠিন বলে মনে করেন, দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়ার মুক্তিই বিএনপির একমাত্র ইস্যু হওয়া উচিত। এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের আহ্বান জানান তিনি।

খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার প্রতারনার কৌশল নিয়ে নির্বাচনে জিতেছে। প্রহসনের নির্বাচনের পর চা-চক্রে আমন্ত্রণ জনগনের সঙ্গে পরিহাস । জনগনের আশা আকাঙক্ষা  ধূলিস্যাত করে কেউ ক্ষমতায় থাকতে পারেনা উল্লেখ করে বিএনপির এই নেতা শীঘ্রই আগাম নির্বাচনের আশা প্রকাশ করেন।

Exit mobile version