Site icon Jamuna Television

অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে গ্রন্থমেলার মাধ্যমে সাহিত্য অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতিকে সমৃদ্ধ করতে ভুমিকা রাখছেন লেখক ও গবেষকরা। আজ বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, যতই যান্ত্রিক হোক না কেন বইয়ের গুরুত্ব কখনই হারাবে না। পরে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ৪ জনকে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবিতায় কাজী রোজী, মুক্তিযুদ্ধভিত্তির সাহিত্যে আফসান চৌধুরী, কথাসাহিত্যে মোহিত কামাল এবং প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদকে দেয়া হয় এই সম্মাননা। উদ্বোধন শেষে অমর একুশে গ্রন্থমেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version